চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মেপে দেখা গেছে, বারগুলোর মোট ওজন সাড়ে সাত কেজি।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা ওমান এয়ারের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা গোপন খবরে তল্লাশি চালিয়ে বিমানের একটি আসনের পেছনের কাভারের ভেতর থেকে স্বর্ণগুলো জব্দ করে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।