চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের শীলপাড়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই পাড়ার হিমাংসু শীলের বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার (১ জুন) রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফ্রাইটার মুরাদ হোসেন জানায়, স্থানীয় লোকজন রাত ৮টার দিকে অফিসে ফোন করে বলেন, শীলপাড়ায় আগুন লেগেছে।
তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভার আগেই ওই পাড়ার হিমাংসু শীলের বসতঘরটি ভস্মীভূত হয়।
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধারণা করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে জানালেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।