14.4 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাপটিয়ায় এক কেন্দ্রের ভোটে ভাগ্য খুলল এমদাদুল-মাজেদার

পটিয়ায় এক কেন্দ্রের ভোটে ভাগ্য খুলল এমদাদুল-মাজেদার

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন স্থগিত হওয়া পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঝুলে ছিলো এ একটি কেন্দ্রের ভোটারদের ওপরেই। অবশেষে বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা করা হয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ভোটারদের সিলে ভাগ্যের চাকা খুলে যায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ডা. এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাজেদা বেগম শিরুর।

উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ৩ হাজার ৬১৫ জন ভোটারদের মাঝে বেশিরভাগ নারী ভোটারদের উপস্থিত লক্ষ্য করা গেছে।

ভোট পড়েছে ১ হাজার ৭৭৬টি। তার মধ্যে ৭২টি বাতিল হয়ে ৪৯ শতাংশ ভোট পড়েছে কেন্দ্রটিতে। ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

ওই কেন্দ্রে বই প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান ১ হাজার ৩শ ৬৫ ভোট। এর আগে ১২৭টি কেন্দ্রের ফলাফলে ৭৭৭ ভোটে এগিয়ে থা উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু পেয়েছেন ৪১০ ভোট। ফলে মোট ভোটের সংখ্যায় শাহরু হেরেছেন ১৪৮ ভোটের ব্যবধানে।

নির্বাচন কমিশনের হিসেব মতে, ১২৮টি কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪ হাজার ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বই প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু ৭ মোট ভোট ২৪ হাজার ২৬০ ভোট।

অন্যদিকে ১২৭ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৪ হাজার ৮৯৪ ভোটে এগিয়ে ছিলেন মাজেদা বেগম শিরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম প্রজাপতি প্রতীকে ২৪ হাজার ৭৩১ পেয়ে ১৬৩ ভোটে পিছিয়ে ছিলেন।

স্থগিত কেন্দ্রে মাজেদা বেগম শিরু কলসি প্রতীকে পেয়েছেন ৮৪৮ ভোট এবং সাজেদা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। সে হিসেবে মাজেদা বেগম শিরুর মোট প্রাপ্ত ভোট ২৫ হাজার ৭৪২ এবং সাজেদা বেগমের মোট প্রাপ্ত ভোট ২৫ হাজার ৫৬৭। এতে মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ১৭৫ ভোট বেশি পেয়ে টানা তৃতীয়বারে মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

পটিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যদিয়ে স্থগিত হওয়া ৩৪ নম্বর পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বই প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে মাজেদা বেগম শিরুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে দিদারুল আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। দুই ভাইস চেয়ারম্যানের নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে যায়।

উপজেলার পূর্বের ১২৭টি ও বুধবারের ১টি কেন্দ্রসহ সর্বশেষ ১২৮টি কেন্দ্রের ফলাফলে পূর্ণাঙ্গ তিন বিজয়ী প্রার্থী পেয়েছেন পটিয়া উপজেলা বাসী।

জানা গেছে, গত ২৯ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সেদিন সকাল সাড়ে ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই শতাধিক বহিরাগত প্রবেশ করে ব্যালট পেপার, সিল, কালিসহ ভোটের সরঞ্জাম ছিনতাই করে নিয়ে যান।

ওই পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। ওই দিনই ১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।