27.1 C
Chittagong
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ/একজনের লাশ উদ্ধার

ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ/একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারি ঘাটস্থ চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ হন এই দুই শিশু।

এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকাল ৫টার সময় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনের মরদেহ উদ্ধার করে। তবে আরেকজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তবে এখনও নিখোঁজ দুই শিশুর পরিচয় ও তাদের বাবা-মা বাবা সম্পর্কে কিছুই জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল বিকেল পৌণে ৫টার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কিন্তু শিশুদের মা-বাবার খোঁজ না মেলায় আসলেই কি শিশুরা নিখোঁজ হয়েছে কিনা সেটি নিশ্চিতে বেশ সময় চলে যায়।

পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনা তুলে ধরার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

তবে সমতল থেকে অনেক নিচু হওয়ায় নৌকা ছাড়া সেখানে নামা অসম্ভব ছিল। পরে ঘটনা পর্যবেক্ষণ করে অভিযান কার্যক্রম শুরু হয়।

ঘটনাস্থল থেকে লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ‘ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে।