19.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামস্কুলের পাশের পোশাক কারখানায় ভয়াবহ আগুন-আতঙ্কিত শিক্ষার্থীরা

স্কুলের পাশের পোশাক কারখানায় ভয়াবহ আগুন-আতঙ্কিত শিক্ষার্থীরা

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট সংলগ্ন মোস্তফা হাকিম কিন্ডার গার্টেন স্কুলে ছোট ছোট শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক।

হঠাৎ ধোঁয়ায় ধূসর হয়ে যায় স্কুলের আশপাশ। খবর এলো স্কুলের পাশের গার্টেক্স গার্মেন্টসের গুদামে আগুন লেগেছে।

আতঙ্কিত হয়ে ছোট ছোট শিশু শিক্ষার্থীরা দিক বিদিক ছুটছে। তাৎক্ষনিক ছুটির ঘন্টা বাজিয়ে শিশুদের নিরাপদে নিয়ে অভিভাবকদের খবর দেন স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গার্টেক্স নামক পোশাক তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ডটির সূত্রপাত।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আগে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে পোশাক কারখানাটির নারী শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে আর পুরুষ কয়েকজন কর্মী আগুন নেভানোর চেষ্টা চালায়। তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এলাকাবাসীও

পোশাক কারখানাটির নিরাপত্তা কর্মী বিশ্বেন্দ্র দাশ ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনটি লাগে। তিনি বলেন, গুদামভর্তি সব নতুন কাপড় রাখা ছিলো-সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

আগ্রাবাদস্থ বিভাগীয় অফিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে আগুন লাগার খবরটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি। বলেছেন, দুটি ইউনিট পাঠানো হয়েছে, প্রয়োজনে আরও ইউনিট যাবে।