11.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদUncategorizedবিয়ে করেছেন অভিনেত্রী নাদিয়া, পাত্র কে?

বিয়ে করেছেন অভিনেত্রী নাদিয়া, পাত্র কে?

বিনোদন ডেস্ক :

বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত।

শুক্রবার (২১ জুন) রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া। প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ!

একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।

ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি।

তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল, নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে!