26.9 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনঅভিনেত্রী চমক বিয়ে করছেন-বাগদান সম্পন্ন

অভিনেত্রী চমক বিয়ে করছেন-বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার পরিচিত মুখ। সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী

নিজের ফেসবুকে বিশেষ এই দিনের কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, লাল সেলোয়ার কামিজে ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী।

শুধু তা–ই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

বাগদান সারলেও কবে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে কিছুই জানান নি চমক। তাছাড়া পাত্র কে বা তার সঙ্গে কবে থেকে পরিচয় সে বিষয়েও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।

তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।