12.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাড়ি ফেরা হলো না করিমের

বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাড়ি ফেরা হলো না করিমের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির ১নং ওয়ার্ডের আজিমপুর আদর্শ বাজারের পাশের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাঁটতে গিয়েছিলেন করিম উদ্দিন (৩০)।

বাঁশের গায়ে কোপ দিতেই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এ যুবক।

পরে স্থানীয় বাসিন্দারা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ ২২জুন (শনিবার) সকাল পৌনে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত করিম একই উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাট সুজানগরের বাসিন্দা মুহাম্মদ শাহাজাহানের ছেলে।

স্থানীয় যুবক মেহেদী মিরাজ ও জাকারিয়া সিয়াম জানান, করিম ওই এলাকার কামাল নামক এক ব্যক্তির কাছ থেকে বাঁশগুলো কিনেছিলেন।

বেলা পৌণে ১২টার সময় সে বাঁশগুলো কাটা শুরু করেন। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে।

সেটি সরিয়ে নিতে গেলেই সে স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।