চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আবাসিক হোটেল মুনে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ১০ নারী-পুরুষকে আটক করা হয়।
শুক্রবার (২৮ জুন) রাতে এ অভিযানটি পরিচালিত হয়। পুলিশের দাবি অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শনিবার তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, মুন নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৫ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।