28.8 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ ৯জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী কাঠমুণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এসব ঘটনা ঘটে।

শনিবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই এসব তথ্য জানান। খবর রয়টার্স’র।

দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই সময় একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। তাদের পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু।

তিনি জানান, সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। সেখানে তিন বছর বয়সী এক শিশুসহ মায়ের মৃত্যু হয়। অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়।

জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে।

বর্ষা মৌসুমে নেপালের অধিকাংশ পার্বত্য অঞ্চলেই ভূমিধস ও আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।