28.8 C
Chittagong
সোমবার, ১৫ জুলাই ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজইউপি চেয়ারম্যানের ঘরে মিলেছে ৩৫০ বস্তা সরকারি চাল

ইউপি চেয়ারম্যানের ঘরে মিলেছে ৩৫০ বস্তা সরকারি চাল

সরকারী চাল ইউনিয়ন পরিষদ বা গোডাউন ছাড়া কারও ব্যক্তিগত বাড়িতে রাখার বিধান না থাকলেও সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল নিজ বসতঘরেই রেখেছিলেন এক ইউপি চেয়ারম্যান।

গোপন সুত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় প্রশাসন। জব্দ করা হয় সা‌ড়ে ১৭ টন সরকারী চাল।

শ‌নিবার রাত সা‌ড়ে ১০টার সময় পটুয়াখালীর দুমকী উপ‌জেলার আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বসত ঘর থে‌কে এসব চাল জব্দ ক‌রে‌ছে দুমকী উপ‌জেলা প্রশাসন।

থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মো. শা‌হিন অভিযানের নেতৃত্ব দেন। তি‌নি জানান, ৫০ কেজি করে প্রায় ৩৫০ বস্তা চাল জব্দ করা হ‌য়ে‌ছে।

চেয়ারম্যানের বসতঘরে চালগুলো রাখায় অপরাধ প্রতীয়মান হচ্ছে এবং বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।