22.2 C
Chittagong
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামবৈদ্যুতিক মিটারে ত্রুটি সারাতে গিয়ে প্রাণ গেল যুবকের

বৈদ্যুতিক মিটারে ত্রুটি সারাতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকায় বৈদ্যুতিক মিটারে ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১লা জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো.কায়সার (৩০)। সে রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দু ছমদের ছেলে। দুই সন্তানের জনক কায়সার পেশায় একজন মিশুক চালক।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও হঠাৎ তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

এসময় কায়সার বিদ্যুতের মিটার সার্ভিসিং তার নড়াচড়া করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপির সদস্য ইলিয়াস মো.রোকন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক বছর আগে কায়সার রাজাখালী থেকে এসে টইটং নতুন পাড়া এলাকায় ঘর করে বসবাস করে আসছিলেন।