25.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচকবাজারের ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চকবাজারের ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া এবং মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রয়ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, চকবাজার এলাকায় সুইট বাংলা নামক প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি পণ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, একই এলাকার পাউরুটি, বিস্কুট কেক পণ্যের উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স চিটাগাং ফুডসকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বিক্রয় করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল।