চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা হাজতে ভেন্টিলেটরের সাথে নিজের পরনের শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক হাজতি।
বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটে ঘটনাটি ঘটে। মৃত হাজতির নাম মো. জুয়েল। বয়স ২৬ বছর। সে একই থানাথীন খেজুরতলা এলাকার আব্দুল মাবুদের ছেলে।
পুলিশ জানিয়েছে মো. জুয়েলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। সে এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
থানা হাজতে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির। তিনি বলেন, ঘটনার পর থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল রাতে থানা হাজতে ভেন্টিলেটরের সাথে শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছে এ হাজতি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।