27.5 C
Chittagong
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাপটিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটারা গ্রামে জোৎস্না আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে ৬-৭ মাস আগে প্রসবের ১৫ দিনের মাথায় ওই গৃহিণীর একটি সন্তান মারা যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

হয়তো সন্তানের মৃত্যু শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে জানালেন পটিয়া থানার উপ-পরিদর্শক সমীর ভট্টাচার্য্য। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।