রাজবাড়ী প্রতিনিধি:
প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরছে হাজারো মানুষ ও যানবাহন। ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছে যাত্রীরা। নেই সামাজিক দূরত্বের কোনো বালাই।
আজ রোববার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী এবং ছোটো গাড়ির চাপ দেখা যায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।
দুরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।