19 C
Chittagong
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের চন্দনাইশে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান (২২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

মসজিদের সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার মৃত্যু হয়।

শুক্রবার (২ আগস্ট) ফজরের নামাজে সময় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পরে ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন।

নিহত মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি ধর্মপুর দরবার শরীফ হেফজখানা থেকে কোরআন হাফেজ শেষ করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মুয়াজ্জিন।

পরিবারের কারও অভিযোগ না থাকায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।