27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশশিক্ষার্থীদের সচেতনতায় জব্দ হলো ২ ট্রাক চোলাই মদ

শিক্ষার্থীদের সচেতনতায় জব্দ হলো ২ ট্রাক চোলাই মদ

সারাদেশ ডেস্ক :

সিলেট দুটি ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে মেন্দিবাগ এলাকায় শিক্ষার্থীরা ৪১ ড্রাম বহন করা দুটি ট্রাক আটক করে।

জানা গেছে, শিক্ষার্থীরা দুটি মিনি ট্রাকে সিগন্যাল দিলে গাড়ি থামান চালকরা। জিজ্ঞাসাবাদকালে দুটি ট্রাকে থাকা দুজন পালিয়ে গেলে শিক্ষার্থীদের সন্দেহ তৈরি হয়।

এ সময় গাড়ি তল্লাশি করে একটিতে ২০ ড্রাম ও অপর ট্রাকে ২১ ড্রাম চোলাই মদ পাওয়া যায়। জব্দ ড্রামে ৮ হাজার ২০০ লিটার মদ ছিল।

শিক্ষার্থীরা জানান, প্রতি ড্রামে ২০০ লিটার করে মোট ৮ হাজার ২০০ লিটার মদ রয়েছে। গাড়ির চালকরা সরকারি মদ বলে দাবি করেছে। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে এ তথ্য জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্যাহ তাহের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, টহলরত সেনাবাহিনীকে শিক্ষার্থীরা জানালে সেনাবাহিনী সেগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।