29.5 C
Chittagong
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজরাঙ্গামাটিতে জীপ গাড়ি খাদে পড়ে দুজনের মৃত্যু

রাঙ্গামাটিতে জীপ গাড়ি খাদে পড়ে দুজনের মৃত্যু

সারাদেশ ডেস্ক :

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জীপগাড়ি) খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় থুম পাড়া জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিনিমং মারমা (২০) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। এছাড়া এই ঘটনায় মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয়।

এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫)। তারা সবাই জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আহতদের আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়।