27.5 C
Chittagong
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনমুক্তির প্রথম দিনেই বাজিমাত করল ‘স্ত্রী ২’

মুক্তির প্রথম দিনেই বাজিমাত করল ‘স্ত্রী ২’

বিনোদন ডেস্ক :

মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে স্ত্রী ২। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটি ভেঙেছে বাঘা বাঘা সব সিনেমার রেকর্ড।

মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে শাহরুখের পাঠানকেও টপকে গেল ছবিটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুক্তি পেয়েছে সিনেমাটি, আর প্রথম দিনেই ঝুলিতে পুরেছে ৬০ কোটি রুপি! এর মধ্যে অবশ্য আট কোটি ৩৫ লাখ রুপি এসেছে পেইড-প্রিমিয়ার থেকে।

বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টপকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অমর কৌশিকের ‘স্ত্রী ২’।

গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৫ কোটি রুপি। অবশ্য শীর্ষস্থান এখনো শাহরুখের দখলেই আছে।

৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’।

মুক্তির আগে থেকেই আলোচনা চলছে স্ত্রী ২ নিয়ে, সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

বক্স অফিসে যে বড়সড় চমক দেখাতে চলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত হরর-কমেডি এই সিনেমাটি তা আর বলার অপেক্ষা রাখছে না।