26.5 C
Chittagong
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে টেম্পোকে বাসের ধাক্কা, নিহত ১০

ভারতে টেম্পোকে বাসের ধাক্কা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে ওভারটেক করতে গিয়ে টেম্পোকে বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বুলন্দশহরের সিলমপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, একটি টেম্পোতে করে ২৫ জন যাচ্ছিলেন। সেই সময় একটি বেসরকারি বাস টেম্পোটিকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটিকে ধাক্কা মারে। দু’টি গাড়ির গতি বেশি ছিল।

ফলে এই সংঘর্ষের জেরে টেম্পোটি উল্টে যায়। টেম্পোয় থাকা ২৫ জনের মধ্যে ১০ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আঙ্কাজনক বলে জানা গেছে।

টেম্পোর আরোহীরাই নয়, এই সংঘর্ষে আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রীও। তাদেরও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর স্থানীয়েরা বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করেন। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।