চট্টগ্রামের চন্দনাইশে হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস’((ঢাকা মেট্রো ব- ১৫ -৬৯৪৯))র ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৪ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম সাবিতুল আলম। সে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার প্রবাসী শামসুল আলমের ছেলে।
জানা গেছে, সাবিতুল আলম তার মা’র সাথে কয়েকদিন আগে চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার নানা বাড়ি বেড়াতে আসে।
আজ সে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় হানিফ গাড়িটি আটক করে এলাকাবাসী।
এ তথ্য নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি পৌছে গাড়িটি আটক করে।
তাছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।