28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু কাল

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু কাল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম ওয়াসার বিদ্যমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তদন্তে শনিবার চট্টগ্রামে আসছেন এলজিডি মহাপরিচালক মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মাহমুদুল হাসান।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন গ্রাহক সংগঠন। কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগে রাজি নন এ কে এম ফজলুল্লাহ।

তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

ইতোমধ্যে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত বুধবার সকাল থেকে ওয়াসা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারিরা।

বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।