28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজঢাবির হলে গণরুম প্রথা বাতিলের সিদ্ধান্ত

ঢাবির হলে গণরুম প্রথা বাতিলের সিদ্ধান্ত

শিক্ষা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল আবাসিক হল থেকে গণরুম প্রথার বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া, হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে সভায় আলোচনা করা হয় ও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রভোস্টদেরকে নির্দেশনা দেয়া হয়।