30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাকর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে ছৈয়দ প্রকাশ লুতু মিয়া নামে ৫৮ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় উপজেলার বড়উঠান ইউনিয়ন এর দৌলতপুর (১ নম্বর ওয়ার্ড) সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লুতু মিয়া একই এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে জরুরি একটি কাজের জন্য পাশের বাড়িতে যাবার উদ্দ্যেশে ঘর থেকে বের হয়েছিলেন লুতু মিয়া।

এসময় হঠাৎ বন্যহাতির সামনে পড়ে যায়। ভয়ে দৌড়ানোর চেষ্টা করলে সে মাটিতে পড়ে যায়। পরে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় লুতু মিআ।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। তিনি ঘটনাটি প্রশাসনসহ বন বিভাগকে জানায় এবং নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বৃদ্ধের মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বললেন কর্ণফুলীর থানার ওসি তদন্ত মেহেদী হাসান।