19.5 C
Chittagong
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডসাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ ৪ জন আটক

সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ ৪ জন আটক

সারাদেশ ডেস্ক :

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজন জনতার হাতে আটক হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা সোপর্দ করেছেন।

পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসেন তারা। এ সময় স্থানীয়রা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে।

আটককৃত চারজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া খবরের সতত্যা নিশ্চিত করেছেন। তবে সাংবাদিকদের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করতে দেয়নি।

এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে স্ত্রী-কন্যাসহ ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।