ভেনিসে উদযাপিত হলো ‘ভোগালুংগা’ বা নৌকাবাইচ উৎসব। সম্প্রতি, লকডাউন শিথিল হওয়ায় জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্দেশ্যে ছিলো এ আয়োজন।
গত বছর মহামারির কারণে বাতিল করা হয় এ প্রতিযোগিতা। এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠার ১৬শ’ বর্ষপূর্তি উদযাপন করেন ইতালীয়রা।
বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এ আয়োজনে যোগ দিলেও এবার ছিলো না তাদের পদচারণা। মাত্র ৫০০ নৌকা ভাসানোর অনুমতি দেয় ভেনিস কর্তৃপক্ষ। ছিলো না হারজিতের কোনো বালাই। কিন্তু তাতেই প্রাণ ফিরে পায় ঐতিহাসিক নগরীটি।