চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভিজিডি’র চালবাহী মিনি ট্রাকের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সোহেল (২০)। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং কলাতলী রোড পাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ও উপজেলা খাদ্য গুদামের শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে ভিজিডি’র চাল বোঝাই করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করছিল মিনিট্রাকটি। হঠাৎ সড়ক দেবে ট্রাকটি একটি পিলার ঘেষে আটকে যায়। এতে চাপা পড়ে সোহেল নামে এক শ্রমিক।
পরে খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে পৌছে অন্যান্য শ্রমিকদের সহায়তায় সোহেলকে উদ্ধার করে।
গুরুতর আহাবস্থায় সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র।