28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামিরসরাইয়ে কাভার্ডভ্যান-ট্রাকে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

মিরসরাইয়ে কাভার্ডভ্যান-ট্রাকে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও একই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারইয়ারহাট এলাকার খান সিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৪৫)। তিনি ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মরহুম হাফেজ আহম্মদের ছেলে।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে তারা হলেন, ট্রাকচালক সাগর ও চালকের সহকারি মো. ইব্রাহিম।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, বৃহস্পতিবার ভোরে বারইয়ারহাট উত্তর বাজারের ইউটার্ন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে একজনের মরদেহ এবং আহতাবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনাকবিলত গাড়ি থানা হেফাজতে নেয়া হয়েছে।

তাছাড়া ঘটনাস্থলে নিহত বেলায়েতের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।