সচিবালয়ের আওতাধীন ৩৫ মাঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানায় ইসি।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ জন কর্মকর্তাকে পদায়ন করে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কর্মকর্তারা এতদিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ‘নির্বাচন কর্মকর্তা’, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরেক প্রজ্ঞাপনে, চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেই বদলি করা হয়েছে বলে জানায় ইসি।