বলিউডের তারকাদের মেলা বসেছিল আইফা অ্যাওয়ার্ড। এবার আবু ধাবিতে এই আয়োজন করা হয়েছিল।
এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড কারা পেলেন তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই।
অবশেষে জানা গেল কারা পেলেন এই পুরস্কার।। আইফার মঞ্চে সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানি মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শাহরুখ খান বক্স অফিস হিট করা সিনেমা ‘জওয়ান’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন রানি।
সেরা পরিচালকের সম্মান গিয়েছে বিধু বিনোদ চোপড়ার ঝুলিতে। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন বর্ষীয়ান পরিচালক। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি।
‘অ্যানিমেল’-এর জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। একই সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন ববি দেওল। এছাড়াও সেরা গায়ক হয়েছেন ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি), সেরা গায়িকা শিল্পা রাও (চালেয়া)।
এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেয়া হয়েছে।
অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে।
এবারে আইফার অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাহরুখ খান ও ভিকি কৌশল। তারা উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছেন। মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।
এ বছর কারা পেলেন কোন পুরস্কার, এক নজর দেখে নেয়া যাক –
সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (নারী) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)