30.3 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশদাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

সারাদেশ ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাতটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গফফার ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন।

জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে রাস্তার পাশে রাখা আটটি প্যাডেল চালিত ভ্যানকে পিষে দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল গফফার।

গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার শেখ ওসমানের ছেলে সিদ্দিক (৪০) । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।