20 C
Chittagong
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরাউজানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

রাউজানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

চট্টগ্রামের রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিএনজি চালকের নাম আব্দুল কাদের (৩২)। সে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পোট লিঙ্ক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন। এরপর যাত্রী নিয়ে তিনি রাউজানে যায়। যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরার উদ্দ্যেশে রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন চালক আব্দুল কাদের।

সকাল ৭টার দিকে পেছন থেকে অতর্কিতভাবে এসে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সিএনজি চালক।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মো. তসলিম উদ্দিনের নের্তৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানালেন রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাক চালক বাচা ড্রাইভার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে জানালেন ওসি।