12.3 C
Chittagong
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাপটিয়ায় আ’লীগ নেতা সাইফুল ও যুবলীগ কর্মী সোহেল গ্রেপ্তার

পটিয়ায় আ’লীগ নেতা সাইফুল ও যুবলীগ কর্মী সোহেল গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ ও যুবলীগ কর্মী সোহেলকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

গত সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিলে এবং সন্ধ্যা পৌণে সাতটার দিকে হাইদগাঁও মাহাদাবাদ পাহাড়সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন,পটিয়া উপজেলার ৩নং ওয়ার্ড হাইদগাঁও মাহাদাবাদ এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. সোহেল (৩৫) এবং পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল ৮নং ওয়ার্ড সূফী নুরুল্লাহ্ বাড়ির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে মো. সাইফুল্লাহ পলাশ।

এদের মধ্যে সোহেল উপজেলা যুবলীগ কর্মী এবং সাইফুল্লাহ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেপ্তারকৃত সোহেল পটিয়া থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামী। তাছাড়া আ.লীগ নেতা সাইফুল্লাহ পলাশের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণসহ থানায় একাধিক মামলা রয়েছে।

দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে জানায় ওসি।