চট্টগ্রামের পটিয়া পৌরসদরের কাগজী পাড়া আল্লাই ১নং ওয়ার্ড মডেল মসজিদের পাশে মাস্টার কলোনিতে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে লাগা এ আগুনে লবণ শ্রমিক ও নিম্ম আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অন্তত ৩০টি বসতঘর সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে মধ্যরাতে ওই এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে প্রথমে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। মুহুত্বেই সে আগুন স্থানীয় ফোম ফ্যাক্টরি ও পাশে মাস্টার কলোনির কাঁচা বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। তবে তার আগেই ৩০ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।
এ দুর্ঘটনায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, ফোম কারখানায় কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক জানাতে পারেনি।