চট্টগ্রামের পটিয়া উপজেলার চাঁনখালী খালে বস্তাবন্দি অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালের ইন্দ্রপুল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে জোয়ারের সময় খালের উত্তর দিক থেকে বস্তাবন্দি যুবকের লাশ দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল।
এসময় ইন্দ্রপুল ব্রিজের নিচে রশি দিয়ে যুবকের লাশটি আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিল জিন্স প্যান্ট আর হাফহাতা পলো টি-শার্ট।
মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পটিয়া চাঁনখালী খালে বস্তাবন্ধি এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।