চট্টগ্রামের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় ফেরি থেকে পড়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে সিএনজি চালিত একটি অটোরিকশা।
এতে ৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও সিএনজি অটোরিকশাটির চালকের এখনো কোন খোঁজ মেলেনি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব এ তথ্য নিশ্চিত করে জানান, নদীতে যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে যাওয়ার খবর পেয়ে পৌণে আটটার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পারি, তিন যাত্রী ও চালকসহ একটি সিএনজি অটোরিকশা ফেরি থেকে কর্ণফুলী নদীতে পড়ে যায়।
স্থানীয় মাঝি ও জনতার তাৎক্ষনিক তৎপরতায় তিনজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও চালক নিখোঁজ রয়েছে। সিএনজিসহ চালককে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।