প্রবল বৃষ্টির জেরে চট্টগ্রামের পটিয়ায় মর্মান্তিক এক দুর্ঘটনায় তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় শিশুটি মারা যায়।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টায় উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম নিঝুম। বয়স আট বছর। সে ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে থেমে থেমে অব্যাহত বৃষ্টিপাতের জেরে আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িস্থ আমিনুল হকের গুদান ঘরটি ভেঙে আবদুল মান্নান ঘরে পড়লে সঙ্গে সঙ্গেই ধসে পড়ে।
এসময় আট বছর বয়সী শিশু নিঝুম ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তথ্যটি নিশ্চিত করে পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পটিয়া থানার এসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা না করার সিদান্ত হয়।