13.4 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামথার্টি ফার্স্ট নাইটে সিএমপির একগুচ্ছ নির্দেশনা

থার্টি ফার্স্ট নাইটে সিএমপির একগুচ্ছ নির্দেশনা

থার্টি ফার্স্ট নাইটে নগরীর রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব না করতে ১৩টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এসব নির্দেশনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর উন্মুক্ত বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অবস্থান করা যাবে না। একই সময়সীমায় আনোয়ারার পারকি বিচেও অবস্থান করা যাবে না।

এছাড়া নগরীর কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা না ফুটানো এবং ফানুস না উড়াতে বারণ করেছে সিএমপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এমন নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সিএমপির দেওয়া ১৩টি নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব না করা এবং উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ বা নাচ–গান অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করা।

ইংরেজি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা লাইসেন্স করা সব বার ও মদের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়া উচ্চস্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালাতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সিএমপির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। ৩১ ডিসেম্বরে নগরীতে গাড়ি চলাচলেও নির্দেশনা দিয়েছে সিএমপি।

এতে কর্ণফুলী টানেল এলাকায় ও এলিভেটেড এঙপ্রেসওয়েতে উচ্চস্বরে হর্ন না বাজানোসহ নগরীতে বেপরোয়া গতিতে যানবাহন না চালাতেও নির্দেশনা দেয়া হয় সিএমপির পক্ষ থেকে।