21.6 C
Chittagong
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো.জুবায়ের (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাইক নিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের উপজেলার কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডস্থ মো. খোরশেদ সওদাগরের ছেলে। সে ফটিকছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মুছা এ বিষয়ে বলেন-জুবায়ের সকালে তার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে ঘর থেকে বের হয়েছিলেন।

পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় পৌছে সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় জুবায়ের।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়।