29 C
Chittagong
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসিইপিজেডে কার্টন কারখানায় আগুন,অর্ধ কোটি টাকার ক্ষতি

সিইপিজেডে কার্টন কারখানায় আগুন,অর্ধ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় ইউনিটি এক্সেসরিজ লিমিটেড নামক একটি কার্টন তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিইপিজেডের এক নম্বর রোডে অবস্থিত কারখানাটির ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সিইপিজেড, বন্দর ও আগ্রাবাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই প্রতিষ্ঠানটির মূল্যমান মালামাল পুড়ে গিয়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করছে দমকল বাহিনী।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সিগারেটের পরিত্যক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কারখানাটি খোলা থাকলেও আগুন লাগার পরপর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।