25 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজখাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

সারাদেশ ডেস্ক :

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলার আলুটিলা পূর্নবাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা য়ায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায় এতে ২০ জন আহত হন। তারা সবাই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তারা ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান ভোরে ২০ জনের মতো এক্সসিডেন্টের রোগী হাসপাতালে আসেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১জন ছাড়া কেউ বড় ধরনের আহত হননি।

আশাকরি এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত নিজ নিজ বাড়ীতে চলে যেতে পারবেন । এদিকে পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে ।