22.2 C
Chittagong
রবিবার, ১৬ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ইউরোপে গতবছর আশ্রয় আবেদনে বাংলাদেশিদের রেকর্ড

৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত!

ইউরোপে গতবছর আশ্রয় আবেদনে বাংলাদেশিদের রেকর্ড

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ।

সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন, সে হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ছয় নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে পাওয়া আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) ছিল এমন সব নাগরিকদের যাদের স্বীকৃতির হার ২০ শতাংশের কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত।

ইইউএএ বলছে, ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত।

আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৩৩ বাংলাদেশির। আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশিদের আবেদন ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে যেতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশিরা।

মোট আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে এ দেশে যেতে। আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি।

এর বাইরে গত বছর ফ্রান্সে যেতে আবেদন করেছেন ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি। আর আয়ারল্যান্ডে এক হাজার ৬ বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।

২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ। প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি আবেদন প্রত্যাহার করে নেন।