19.5 C
Chittagong
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনপাকিস্তানের সংগীতশিল্পী আইমা প্রথমবার গাইবেন বাংলাদেশে

পাকিস্তানের সংগীতশিল্পী আইমা প্রথমবার গাইবেন বাংলাদেশে

বিনোদন ডেস্ক :

পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। প্রথমবারের মতো বাংলাদেশে মঞ্চ মাতাতে আসছেন এই গায়িকা।

আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি।

‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা।

এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।