24.1 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমভি ডিডিএস মেরিনা

ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমভি ডিডিএস মেরিনা

অর্থ-বাণিজ্য ডেস্ক :

প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা আরও ১১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে আনা চাল নিয়ে “এমভি ডিডিএস মেরিনা” নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

ইতোমধ্যে চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে।