24.6 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরের জামাতে জঙ্গি হামলাসহ কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবারের ঈদ স্বস্তিদায়ক ও শঙ্কামুক্তভাবে সবাই উদযাপন করতে পারবে বলে জানান তিনি।

রোববার (৩০ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন।

তিনি জানান, ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে না। ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, এবারের ঈদ যাত্রায় আমি খুবই খুশি, যাত্রীরাও খুশি।

উপদেষ্টা বলেন, আমরা এখানে কোনো দুর্নীতি প্রশ্রয় দেইনি। এ ব্যাপারে জিরো টলারেন্স। আগে রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিলো।

কিন্তু এবার কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত নেই। যার জন্য ট্রেনে নির্বিঘ্নে যাত্রা করতে পারছে যাত্রীরা।