16.2 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু,আহত ৩

রাউজানে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু,আহত ৩

চট্টগ্রামের রাউজান উপজেলায় যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী।

আজ শনিবার বিকেল সোয়া ৩টার সময় উপজেলার গহিরায় রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি চালকের নাম মো. ইলিয়াছ (২৭)। সে একই উপজেলার হলদিয়া ইউনিয়নস্থ জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গহিরায় সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে হাইওয়ে পুলিশের টিম।

এসময় স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানে সিএনজি চালককে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।