12.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিদেশ ও জাতির নিরাপত্তার জন্য বড় হুমকি বিএনপি: কাদের

দেশ ও জাতির নিরাপত্তার জন্য বড় হুমকি বিএনপি: কাদের

সহিংসতা, সন্ত্রাস ও ষড়যন্ত্র করে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

কাদের বলেন, হামলা সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশ ও জাতির নিরাপত্তার জন্য বড় হুমকি বিএনপি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচন বিরোধী যে কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিবাচন কমিশনের প্রতি আহ্বান জানান কাদের।

তিনি বলেন, বিএনপি নির্বাচন এবং গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী স্টকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ করলে আপত্তি নেই আওয়ামী লীগের।

মন্ত্রী আরও বলেন, দলীয় বা স্বতন্ত্র প্রার্থী যাই হোক কেউই গায়ের জোরে কিছু করতে পারবেন না।

হামলা হলে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ দিতে পারেন বলেও জানান কাদের।