ভারতে করোনায় আক্রান্ত আর মৃতের হারের ঊর্ধ্বগতির মধ্যেই বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিন মালদহর ২টি, মুর্শিদাবাদের ২টি, কলকাতা উত্তর ও বীরভূমের ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে।
এর আগে সাত দফার ভোট হয়। মহামারির কারণে অষ্টম দফায় নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞায় সব দলের প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। তবে হয়েছে ভার্চুয়ালি প্রচারণা।
আগামী ২ মে বেশিরভাগ আসনে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
করোনার সংক্রমণ রোধে এদিন নির্বাচনে জয়ীদের বিজয় মিছিল বের করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, ফলাফলের পর কঠোর লকডাউনে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ।