23.2 C
Chittagong
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বিপুল ভোটে জিতেছেন ওবায়দুল কাদের

বিপুল ভোটে জিতেছেন ওবায়দুল কাদের

নোয়াখালী-৫ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ-কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন। এই আসনের মোট কেন্দ্র ছিলো ১৩২টি।

ওবায়দুল কাদের পেয়েছেন এক লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

নোয়াখালী-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরীও (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।